গোলাপগঞ্জ উপজেলা পরিদর্শন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জনাব আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জনাব আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি ০৩ আগস্ট ২০২৩ খ্রি. গোলাপগঞ্জ উপজেলা পরিদর্শন করেন।
এসময় তিনি উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী জনের সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজ মৌসুমী মান্নান এর সভাপতিত্বে উপজেলার কর্মকর্তাগণ তাদের দাপ্তরিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। এসময় জনসেবা ত্বরান্বিত করার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।
পরবর্তীতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাস্তবায়িত গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে নির্মানাধীন পাকা গৃহ পরিদর্শন করেন এবং ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং চতুর্থ শিল্পবিপ্লবের সুফল অর্জন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিজেদেরকে শিক্ষিত, দক্ষ ও স্মার্ট সিটিজেন হিসেবে তৈরী করার জন্য উৎসাহ প্রদান করেন।