জয়পুরহাটে ওপেন হাউজ ডে-২০২১ অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর, ২০২১) জয়পুরহাট জেলার সদর থানার আয়োজনে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট থানা চত্বরে অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান এর সভাপতিত্বে ‘ওপেন হাউজ ডে-২০২১’ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা।
অনুষ্ঠানের শুরুতে জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা ওপেন হাউজ ডে-২০২১ উপলক্ষে আগত স্থানীয় নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের মতামত গ্রহণ করেন।
পুলিশ সুপার বক্তব্যে বলেন, জয়পুরহাটের একটি মানুষও যেন পুলিশি সেবা হতে বঞ্চিত না হন সে দিকে লক্ষ রাখা এবং মাদক ব্যবসা, ইভটিজিং, ছিনতাই, চোরাচালানসহ সকল প্রকার অপরাধীদের কঠোরভাবে দমনের লক্ষে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে একসঙ্গে কাজ করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ জয়পুরহাটের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আফছার আলী, কমিউনিটি পুলিশিং ফোরাম আহ্বায়ক গোলাম হক্কানী, কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্য সচিব নন্দলাল পার্শী, জাতীয় পার্টি জয়পুরহাট জেলা শাখা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন মন্ডল, মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ভাদসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন স্বাধীন, জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান মিঠু, চকবরকত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী প্রমূখ।