South east bank ad

সাংবাদিকদের সাথে পরিচিত হলেন নতুন ডিসি

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

সাংবাদিকদের সাথে পরিচিত হলেন নতুন ডিসি
পার্বত্য জেলা রাঙ্গামাটিতে নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।

রোববার (২৩ জুলাই) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, প্রশাসনের সাথে সাংবাদিকদের সম্পর্ক বন্ধুত্বসুলভ। সাংবাদিকরা হচ্ছে দেশের দর্পণ। আপনার জীবনের ঝুঁকি নিয়ে সত্য সংবাদ জনগণের সামনে তুলে ধরেন।

তিনি আরও বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন বলে আমার প্রত্যাশা করি। কোন সংবাদ জেনে তা সঠিক তদন্ত করে দেশের স্বার্থে সংবাদ প্রকাশ করবেন। আমাদের প্রশাসনের বিষয়ে যে কোন সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমরা সকলে আলোচনা করে তা প্রকাশ করবো। আপনাদের যে কোন বিষয় আমাকে সরাসরি জিজ্ঞাসা করবেন। আশা করি সকলের সহযোগিতায় সুন্দর ভাবে কাজ করতে পারবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক পার্বত্য চট্টগ্রামের নির্বাহী সম্পাদক হেফাজত সবুজ, পাহাড়টোয়েন্টিফোর ডট কম’র প্রধান বার্তা সম্পাদক শংকর হোড় সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: