South east bank ad

গোপালগঞ্জে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপনের পস্তুতি সভা

 প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০১:১২ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

গোপালগঞ্জে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপনের পস্তুতি সভা
গোপালগঞ্জে গতকাল বিকেল ৫টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে পস্তুতি  সভা  অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  বিকেলে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহেদ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জেলার বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন।

তাঁর নিজ জেলায় জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের সিদ্ধান্ত  গ্রহণকরা হয়েছে গোপালগঞ্জের জেলা প্রশাসনের প্রস্তুুতিমূলক সভায়। এমনটি জানিয়েছেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: