ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জরুরী সভা

১৩ জুলাই ২০২৩ তারিখ শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জরুরী সভার আয়োজন করা হয়।
সভায় আগত অতিথিবৃন্দ শরীয়তপুর জেলায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক ও পারিবারিকভাবে সকলকে সচেতন হবার আহ্বান জানান। আসুন আমরা সকলেই ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি।
ডেঙ্গু প্রতিরোধে সকলের করণীয়ঃ
১. নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন।
২. প্রত্যেক অফিস প্রাঙ্গণ পরিষ্কার পরিছন্ন রাখুন।
৩. ফুলের টব, টায়ার, এসির পানি, ছাদের কার্নিশ, ডাবের খোসা ইত্যাদি স্থানে পানি জমা হলে দ্রুত পরিষ্কার করে ফেলুন।
৪. কোন অবস্থায় কোথাও তিন দিনের বেশি পানি জমা থাকবে না।
৬. মোজা পুকুর, ড্রেন ইত্যাদি মশকপ্রবণ স্থান চিহ্নিত করে মশকমুক্ত করতে হবে।
৭. মশারি টানিয়ে ঘুৃমাতে হবে
অপরিছন্ন স্থান, ডেঙ্গুর লার্ভা যুক্ত স্থানসমূহ পাওয়া গেলে, উক্ত স্থানসমূহের মালিক/কর্তৃপক্ষকে মোবাইল কোর্টের আওতায় আনা হবে।