South east bank ad

ভোলায় বিভিন্ন রোগে আক্রান্ত ৪৭ জন রোগীর মধ্যে আর্থিক চেক বিতরণ

 প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ১১:১১ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ভোলায় বিভিন্ন রোগে আক্রান্ত ৪৭ জন রোগীর মধ্যে আর্থিক চেক বিতরণ
ভোলা জেলায় আজ ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৪৭ জন রোগীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার  বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ৪৭ জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর যৌথভাবে অনুষ্ঠানের আয়েজন করে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা। বক্তাব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জানান, আজকের অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত ৩৩ জন, কিডনি রোগী চারজন, লিভার সিরোসিস’র তিনজন, স্ট্রোকে প্যারালাইজড একজন, জন্মগত হৃদরোগী তিনজন ও থ্যালাসেমিয়া রোগে তিনজনসহ মোট ৪৭ জনকে ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া জেলায় মোট ১৭৬ জন রোগী এই অর্থ সহায়তা পাবেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: