South east bank ad

মাদারীপুরে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিপূরণের চেক বিতরণ

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ০৯:১৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

মাদারীপুরে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিপূরণের চেক বিতরণ
মাদারীপুরে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষতিপূরনের চেক পেলো ক্ষতিগ্রস্থরা।

শুক্রবার দুপুরে শিবচর উপজেলা পরিষদের হলরুমে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের গোয়ালকান্দা মৌজা ও পদ্মা সেতু এপ্রোচ সড়ক প্রকল্পের কুতুবপুর মৌজার ২২টি পরিবারকে দেয়া হয় এই ক্ষতিপূরনের চেক। ক্ষতিপূরনের ১ কোটি ৩ লাখ টাকার এই চেক পেয়ে খুশি ক্ষতিগ্রস্থরা।
জেলা প্রশাসন সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে ২২ জন জমির মালিকের হাতে ১ কোটি ৩ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ।

মোহাম্মদ শাহ উদ্দিন বলেন, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকের সহযোগিতায় ক্ষতিপূরনের চেক দ্রুত পেয়েছি। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ জানান, ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ২২টি পরিাবরের মাঝে ১ কোটি ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।  এর আগে একই প্রকল্পে ক্ষতিগ্রস্থদের মাঝে আরো ২ কোটি ১৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। এই নিয়ে ২টি প্রকল্পে মোট ৩ কোটি ১৭ লাখ টাকার ক্ষতিপূরণ চেক পেলো ক্ষতিগ্রস্থরা।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: