জেলা প্রশাসন, কুমিল্লা এর উদ্যোগে জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিবিধ কর্মসূচির আয়োজন

২৮ মে ২০২৩ তারিখ জেলা প্রশাসন, কুমিল্লা এর উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিবিধ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকালে নগরীর নজরুল ইন্সটিটিউটে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুমিল্লা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামীম আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। সবশেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের স্মারক ডাকটিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।