খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১

খুলনার সোনাডাঙ্গা থানাধীন একটি আবাসিক হোটেলে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ৪৭৪ পিস ইয়াবাসহ এক মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই রাত ১১টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ দল খুলনার জেড.এন. প্যালেস আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, এবং আনুমানিক ২ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ৪৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থার জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক ও অস্ত্র পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টা টহল কার্যক্রমের ফলে মাদক ও অস্ত্র চোরাচালান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।’