শিরোনাম

South east bank ad

গাজীপুরে শীতার্ত ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন   |   সেনাবাহিনী

গাজীপুরে শীতার্ত ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
Start typing

গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের দুস্থ ও শীতার্ত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল ও সোয়েটার) বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় বুধবার (১৭ ডিসেম্বর) ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।

শীতবস্ত্র পেয়ে শীতার্ত ও দুস্থ জনসাধারণ উচ্ছ্বসিত হন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাজীপুর সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব।
শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ পর্যায়ে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও দেশের সুবিধাবঞ্চিত জনসাধারণের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

...
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: