শিরোনাম

South east bank ad

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা পালানোর সময় আটক

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন   |   দেশ

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা পালানোর সময় আটক



বরিশালে ১৭টি বিয়ে করে আলোচিত ও সাময়িক বরখাস্ত বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে সরকারি মালামাল নিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল সরানোর সময় তিনি আটক হন।


স্থানীয়দের অভিযোগ, সরকারি মালামাল চুরি করে পালানোর চেষ্টা করছিলেন তিনি। পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাকে থানা হেফাজতে নেয় এবং ট্রাকভর্তি মালামালও জব্দ করে থানায় নিয়ে যায়।

বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব জানান, দায়িত্বে থাকাকালে কবির হোসেন তার কাছ থেকে ধার বাবদ ৬ লাখ ৯৬ হাজার টাকা নিলেও তা পরিশোধ করেননি। এছাড়া স্থানীয় অনেকের কাছ থেকেও টাকা নিয়েছেন। তিনি বলেন, “ট্রাকে যে মালামাল নিচ্ছিলেন তার মধ্যে সরকারি কিছু মালও ছিল, যা নামিয়ে রাখা হয়েছে।”


বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই মো. রিয়াজ বলেন, সদর উপজেলা বন কর্মকর্তার অভিযোগে কবির হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সরকারি মালামাল চুরি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করা হবে।

তবে পালানোর অভিযোগ অস্বীকার করেছেন কবির হোসেন এবং সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে উল্টো হুমকি দেন।

এর আগে ১৭টি বিয়ে করে প্রতারণা, যৌতুক দাবি ও নারী নির্যাতনের অভিযোগে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে। খুলনার খাদিজা আক্তার এবং বাগেরহাটের নাসরিন আক্তার দোলনসহ একাধিক নারী তার বিরুদ্ধে মামলা ও লিখিত অভিযোগ করেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে।


উল্লেখ্য, চাঁদপুরের তুষপুর গ্রামের বাসিন্দা কবির হোসেন এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন এবং একই ধরনের অভিযোগে দুই দফা সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনর্বহাল হয়েছিলেন তিনি।

এদিকে বরিশাল মহানগর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু সম্প্রতি তার বিরুদ্ধে প্রতারণা ও যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন, যা তদন্তের জন্য পিবিআইকে হস্তান্তর করা হয়েছে।
BBS cable ad