শিরোনাম

South east bank ad

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন   |   বিচার বিভাগ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ


জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ট্রাইব্যুনালে শহিদ সজলের বাবা খলিলুর রহমানকে অবশিষ্ট জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। এরপর নতুন দু’জন সাক্ষ্য দেয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের মতো এ মামলায় সাক্ষ্য দেন শহিদ আস সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম ও শহিদ সাজ্জাদ হোসেন সজলের বাবা মো. খলিলুর রহমান। তবে সেদিন খলিলুর রহমানের জেরা শেষ হয়নি। পরবর্তীতে বুধবার তাকে অবশিষ্ট জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। 

আলোচিত এ মামলায় গত ১৩ আগস্ট স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষ হয়। ওইদিন মামলার ৮ আসামিকে হাজির করে পুলিশ। একইসঙ্গে পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজনকেও হাজির করার কথা ছিল। তবে হাজির না হওয়ায় তাদের পক্ষে সরকারি খরচে দু’জন আইনজীবী নিয়োগ দেয়া হয়।

মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন– ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল। তবে সাবেক এমপি সাইফুলসহ পলাতক ৮ আসামিকে গ্রেপ্তারসহ ট্রাইব্যুনালে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত ১৬ জুলাই এ আদেশ দেন ট্রাইব্যুনাল।
 
BBS cable ad