নবাবগঞ্জে জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রধান নির্বাচনী কার্যালয়ে ঢাকা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি জনাব খন্দকার নুরুল আনোয়ার বেলাল,ঢাকা জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি রেশমী আক্তার,নবাবগঞ্জ উপজেলা যুব সংহতির সভাপতি জাকির হোসেন ও নবাবগঞ্জ উপজেলা জাতীয় ওলামা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ঢাকা-০১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা জনাব সালমান এফ রহমানে'র হাতে ফুল দিয়ে তাকে সমর্থন জানিয়ে আওয়ামী লীগে যোগদান করেন এবং নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করার ঘোষণা দেন।
এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব পনিরুজ্জামান তরুন উপস্থিত ছিলেন।