শিরোনাম

South east bank ad

৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, হয়নি শেষ রক্ষা

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৭ অপরাহ্ন   |   দেশ

৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, হয়নি শেষ রক্ষা

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর ছিলেন পালিয়ে। তবে হয়নি শেষ রক্ষা। পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদারকে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালের বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদকদ্রব্য (গাঁজা) জিআর মামলার বিচার শেষে তাকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান কাওসার আহম্মেদ।

BBS cable ad