জাবির সাবেক সহকারী প্রক্টর জনি কারাগারে

ছাত্রদল নেতা আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি একই বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
শনিবার (২৩ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহের আদালত তার রিমান্ড ও জামিনের উভয় আবেদন নাকচ করে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক মেহেদী হাসান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষে তন্ময় ভৌমিক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
শুনানিতে তিনি বলেন, ‘তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হত্যার ঘটনার সাথে জড়িত ছিলেন না।
রাজনীতি ছেড়ে দিয়েছেন। ঘটনার সাথে জড়িত নন। তাকে সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে রিমান্ড আবেদন করেছে। রিমান্ডের যৌক্তিকতা নেই।
রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি।'
শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে জনিকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ৫ আগস্ট সাভার থানার মুক্তির মোড় এলাকায় আন্দোলন অংশ নেন আরিফুর রহমান ওরফে রাসেল। ঘটনার দিন বিকেল সাড়ে চার টার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি।