শিরোনাম

South east bank ad

সাবেক ১০ নির্বাচন কমিশনারসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন   |   বিচার বিভাগ

সাবেক ১০ নির্বাচন কমিশনারসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ, ৯ জন সাবেক নির্বাচন কমিশনার ও দুই সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শেরে বাংলা নগর থানায় বিএনপির করা একটি মামলার আসামি তারা। বর্তমানে তারা পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, আহসান হাবিব খান, মো. আলমগীর, আনিছুর রহমান, সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও মোহাম্মদ সাদিক।

আদালতের আদেশে বলা হয়েছে, উল্লেখিত আসামিরা বর্তমানে পলাতক আছেন। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশ গমনা-গমন বাতিলে প্রয়োজনীয় আদেশ প্রদানের জন্য তদন্তকারী কর্মকর্তা আবেদন করেছেন। নথি পর্যালোচনা করে আবেদন মঞ্জুর করা হলো।
একই সঙ্গে আসামিদের বিদেশ যাত্রা বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো।

এর আগে গত ২২ জুন শেরে বাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এতে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়-ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগ আনা হয়।

মামলায় তিন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে।

BBS cable ad