শিরোনাম

South east bank ad

সাবেক এমপি অপু ২ দিনের রিমান্ডে

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন   |   বিচার বিভাগ

সাবেক এমপি অপু ২ দিনের রিমান্ডে

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ঝিনাইদহ সদর আমলি আদালতের বিচারক মো. ওয়াজিবুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকার ধানমণ্ডির বাসা থেকে অপুকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে ঝিনাইদহ শহরের বিএনপি নেতার আক্তার ফার্মেসি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এরপর আজ মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম অপুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক মো. ওয়াজিবুর রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা অপুর নামে থানায় ৫টি মামলা রয়েছে।
এর মধ্যে বিএনপি নেতার ফার্মেসি, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলায় তাকে আদালতে তোলা হয়।’

তিনি আরো বলেন, ‘তার নামে দায়ের করা অন্যান্য মামলায় পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখানো হবে।’

BBS cable ad