South east bank ad

বিজ্ঞাপনী সংস্থাসমূহের নতুন যাত্রার সূচনা

 প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ১২:০২ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিজ্ঞাপনী সংস্থাসমূহের নতুন যাত্রার সূচনা
বিডিএফএন লাইভ.কম

গতকাল বুধবার (২৩ মার্চ) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অ্যাডভার্টাইজিং এজেন্সিজ এসোসিয়েশান অব বাংলাদেশের এক সাধারণ সভায় বিজ্ঞাপনী সংস্থাসমূহের অভিন্ন স্বার্থরক্ষা ও এ শিল্পের সাথে জড়িতদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে এসোসিয়েশানকে ঢেলে সাজাবার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসোসিয়েশানের সভাপতি রামেন্দু মজুমদার নতুন সদস্যদের স্বাগত জানিয়ে তাঁদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। নতুন সদস্যরা বেশিরভাগই এ পেশায় আগত তরুণ প্রজন্মের প্রতিনিধি। এসোসিয়েশানের সাধারণ সম্পাদক মুনীর আহমেদ খান সংগঠনের বিগত বছরগুলোর কর্ম তৎপরতার বিবরণ তুলে ধরেন। সমাপনী বক্তব্য প্রদান করেন গীতিআরা সাফিয়া চৌধুরী।

সভায় বক্তৃতাকালে বিভিন্ন সদস্য এ শিল্পে ব্যবসায়িক নৈতিকতা নিশ্চিত করার স্বার্থে এসোসিয়েশানকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। সদস্যসংখ্যা বৃদ্ধি করে নব উদ্যমে যাত্রা শুরু করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

এসোসিয়েশানের নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্যে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয় Ñ যারা ২০শে এপ্রিলের মধ্যে গঠনতন্ত্রের খসড়া তৈরি করবেন।

BBS cable ad