শিরোনাম

South east bank ad

এশিয়া ফুটবলের উন্নয়নে শেখ রাসেল ক্রীড়াচক্র ও ইষ্ট বেঙ্গল ক্লাব যৌথ ভাবে কাজ করবে

 প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১২:৩১ অপরাহ্ন   |   কর্পোরেট

এশিয়া ফুটবলের উন্নয়নে শেখ রাসেল ক্রীড়াচক্র ও ইষ্ট বেঙ্গল ক্লাব যৌথ ভাবে কাজ করবে
বিডিএফএন লাইভ.কম

শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের আমন্ত্রণে আগত ভারতবর্ষের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ইষ্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের সাথে আলোচনায় স্থির করা হয়েছে।

 এশিয়া ফুটবলের উন্নয়নে শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ইষ্ট বেঙ্গল ক্লাব যৌথ ভাবে কাজ করবে।

বাঙ্গালির সেরা খেলা ফুটবলকে নিয়ে এশিয়া মহাদেশে নতুন ভাবে আলোরণ, উদ্দিপনা আনার উদ্দেশেই এই এক সাথে পথ চলার অঙ্গিকার।

উন্নয়ন হবে, ফুটবল পরিকাঠামোয়, নতুন প্রতিভা অন্বেষণে সর্বোপরি ফুটবলের গুনমানে। আর সেই স্বপ্নের সার্থক দিশারি শেখ রাসেল ক্রীড়া চক্র এবং ইষ্টবেঙ্গল ক্লাব।

আগামীদিনের এই ভাবনা কে বাস্তবায়িত করার উদ্দেশ্যে উভয় বাংলা এক সাথে কাজ করবে শ্রেষ্ঠত্বের খোঁজে।
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: