চসিকের অভিযান: ১ ভবন থেকেই সাড়ে ১৪ লাখ বকেয়া আদায়

নগরের নাসিরাবাদের হোটেল লর্ডস ইন ভবনের দীর্ঘদিনের বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১৪ লাখ ৩৪ হাজার ৬৫৬ টাকা ভবন মালিকের পক্ষে এইচএসবিসি ব্যাংক কর্তৃপক্ষ থেকে আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ মে) চসিকের স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিক সূত্রে জানা গেছে, চসিকের রাজস্ব সার্কেল-১ এর আওতাধীন ওই ভবনে অভিযানের পাশাপাশি চিটাগং শপিং কমপ্লেক্সের ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বকেয়া লাইসেন্স ফি বাবদ ১৯ হাজার ৮০ টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়কল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।