জনপ্রতিনিধিদের অপসারণ ও প্রশাসক নিয়োগের অধ্যাদেশ জারি

বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভাসহ স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগে জনপ্রতিনিধিদের অপসারণ এবং সেখানে প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইন সংশোধন করে আলাদা আলাদা অধ্যাদেশ জারি করেছে সরকার।
শনিবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসব অধ্যাদেশ জারি করেন। এর আগে একইদিন ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এবং উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।
গত ৫ আগস্ট সরকারের পতনের পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, এবং কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। যার ফলে সেবা প্রদান কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়। এ পরিস্থিতি সামাল দিতে আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।