শিরোনাম

South east bank ad

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর সাথে মান্যবর মিশরের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন   |   বিমান প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর সাথে মান্যবর মিশরের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ


অদ্য ২৬ আগষ্ট ২৫ (মঙ্গলবার), বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে বাংলাদেশে নিযুক্ত মিশরের মান্যবর রাষ্ট্রদূত Mr. Omar Mohie Eldin Ahmed Fahmy বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সর্ম্পক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, এ সময় মিশরের Defence Attache 
(Col Bassem Mohamed Nagy) এবং Diplomatic Attache (Ms. Soheila Mahran) উপস্থিত ছিলেন।
BBS cable ad

বিমান প্রধান এর আরও খবর: