শিরোনাম

South east bank ad

ডিএমপির প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্তে কমিটি গঠন

 প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:৩০ অপরাহ্ন   |   পুলিশ

ডিএমপির প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্তে কমিটি গঠন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আজ রবিবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিটির সদস্যরা হলেন, ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান ও সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিশন) রাশেদ হোসেন পরাগ।

জানা গেছে, গত ২৯ এপ্রিল দৈনিক যুগান্তরে 'পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুসের গোপন মিশন' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ বিচারকের নজরে আসলে তিনি এই আদেশ দেন। আদেশে বলা হয়েছে, জি.আর শাখার নথি আটকে বিচার প্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানায় বন্দীদের স্বাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার বিনিময়ে কতিপয় কর্মকর্তা ঘুষ গ্রহণ করে।

এছাড়া বদলি, পদায়নের ক্ষেত্রেও ঘুষ আদান-প্রদানের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে তা প্রতিকারের বিষয়ে উদ্যোগ নেওয়া আবশ্যক বলে আদালত মনে করেন।

BBS cable ad