খালেদা জিয়ার ফ্লাইটের ২ কেবিন ক্রু পরিবর্তন, জানা গেল কারণ

চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরার নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার জন্য নির্বাচিত কেবিন ক্রুদের চূড়ান্ত তালিকা থেকে শেষ মুহূর্তে দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে।
সরিয়ে দেওয়া দুই কেবির ক্রু হলেন- আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম।
বিমান সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যাহার করা দুই কেবিন ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীদের নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায় সেদিন মধ্যরাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে দুজনের নাম বাতিল করা হয়।
সূত্র জানিয়েছে, আল কুবরুন নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনায় যুক্ত ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে দলটির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি ‘সুবিধা ভোগের’ অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাকরি জীবনে তিনি ১৮ বার কারণ দর্শানোর নোটিস পেয়েছেন এবং শাস্তি হিসেবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন।
এদিকে অভিযোগ রয়েছে, জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রতি বছর ১৫ আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেওয়া, শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা এবং বিমানে শেখ রাসেল দিবস পালনের অন্যতম উদ্যোক্তা তিনি।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, যেকোনো ফ্লাইটে কাউকে ডিউটি না দেওয়া কিংবা রিশিডিউল হওয়া স্বাভাবিক ঘটনা। এমন ঘটনা নিয়মিতই ঘটে। প্রতিবেদনেই অনেক সময় সরানোর সুপারিশ আসে।
কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন থেকে আগামী ৬ মে সাড়ে সকাল ১০টায় ঢাকায় পৌঁছাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামীকাল সোমবার লন্ডন থেকে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় বিমানবন্দরে পৌঁছাবেন বলে আমরা আশা করছি।
এই ফ্লাইটে খালেদা জিয়া, তার দুই পুত্রবধু, বিএনপির একাধিক নেতা ও চিকিৎসক দল থাকবে।