উপসচিব পদে পদোন্নতিতে তথ্য ক্যাডারে হতাশা

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৬৮ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়ার পর তথ্য (সাধারণ) ক্যাডারে ব্যাপক হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে।
তথ্য ক্যাডারের কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপেক্ষমান বিসিএস ২৪, ২৭ ও ২৮তম ব্যাচের অনেক সিনিয়র কর্মকর্তা এবারো পদোন্নতি পাননি। বরং আবেদনকৃত কয়েকজন মেধাবী কর্মকর্তাকে ডিঙ্গিয়ে জুনিয়রদের পদোন্নতি দেয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তথ্য মন্ত্রণালয় থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ১৩ জন কর্মকর্তার তালিকা পাঠানো হয়েছিল। এর মধ্যে ২৪তম বিসিএসের কামরুজ্জামান ভূঞা (উপপ্রধান তথ্য অফিসার, জ্যেষ্ঠতা নম্বর ৩০), মুহা: শিপলু জামান (৩৪), হাছিনা আক্তার (৩৯) এবং ২৭তম বিসিএসের মোহাম্মদ আনোয়ার হোসেন (৫৭) ছিলেন শীর্ষ চারজন। তবে তারা কেউই পদোন্নতি পাননি। অথচ একই তালিকার অপেক্ষাকৃত পিছনের জ্যেষ্ঠতা নম্বর ৫৯ ও ৬১ এর দু’জন কর্মকর্তা উপসচিব পদে উন্নীত হয়েছেন।
এ ঘটনায় তথ্য সার্ভিসের কর্মকর্তারা হতাশা প্রকাশ করে জানান, তারা অন্তত ৭–৮ জন কর্মকর্তার পদোন্নতি আশা করেছিলেন। কারণ প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচ এবার উপসচিব হয়েছেন, অথচ তথ্য সার্ভিসের ২৪ ও ২৭তম ব্যাচের সিনিয়ররাই বঞ্চিত রয়ে গেলেন।
একজন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা বলেন, “আমরা শুধু পেশাগত দিক থেকেই নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। একই মেধাতালিকায় থাকা আমাদের ব্যাচমেটরা প্রশাসন ক্যাডারে ইতোমধ্যে যুগ্মসচিব হয়েছেন।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে ২৬২ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এবং আটজন দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে প্রথম সচিব হিসেবে কর্মরত ছিলেন।