সার্ক চেম্বারের সভাপতি হলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. জসিম উদ্দিন

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর এপেক্স ট্রেড বডি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি নির্বাচিত হওয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সভাপতি জনাব মো. জসিম উদ্দিনকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব তারিক মোর্শেদ।
এসময় ব্যাংকের পরিচালকবৃন্দ, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় এবং কোম্পানি সচিব উপস্থিত ছিলেন।
২০২৩-২৪ মেয়াদে দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সংগঠনটির বিদায়ী সভাপতি পাকিস্তানের ব্যবসায়ী নেতা ইফতিখার আলি মালিক এর কাছে থেকে সার্ক চেম্বারের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন মো. জসিম উদ্দিন।
এর আগে তিনি প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের এই শীর্ষ ব্যবসায়ী নেতা বেঙ্গল গ্রুপ অব ইন্ডাট্রিজ এবং আরটিভির ভাইস চেয়ারম্যান।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক পলিসি অ্যাডভোকেসিতে তার ব্যাপক অবদান রয়েছে।