South east bank ad

পদ্মা ব্যাংকের এলিফ্যান্ট রোড উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

 প্রকাশ: ১০ মে ২০২৩, ০৪:১৭ অপরাহ্ন   |   ব্যাংক

পদ্মা ব্যাংকের এলিফ্যান্ট রোড উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন
রাজধানী ঢাকার ব্যস্ত এলাকা এলিফ্যান্ট রোড ও এর আশপাশের এলাকার মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এলিফ্যান্ট রোড উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড

কাজী নজরুল ইসলাম এভিনিউ শাখার অধীনে এটির কার্যক্রম পরিচালিত হবে। এ নিয়ে পদ্মা ব্যাংকের ষষ্ঠ উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হল। এই উপ-শাখায় সবধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমাসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

বুধবার, এলিফ্যান্ট রোড উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। উপস্থিত গ্রাহকদের

ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পদ্মা ব্যাংক সবসময় গ্রাহক সেবার মানকে গুরুত্ব দিয়েছে এবং মানোন্নয়ে সচেষ্ট থেকেছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে এলিফ্যান্ড রোড উপশাখাটি উদ্বোধন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এলিফ্যান্ড রোড উপশাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্যসম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ইভিপি এবং হেড অব সেন্ট্রালাইজড অ্যান্ড ইন্টিগ্রেটেড ট্রেড সার্ভিস ডিভিশন মো. মনির হোসেন, হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডস সায়ন্তনী ত্বিষা -সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সরকারী সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৬০টি শাখা এবং ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: