South east bank ad

টেকসই পোশাক খাত নিয়ে এইচএসবিসির ওয়েবিনার

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ০৩:৩২ অপরাহ্ন   |   ব্যাংক

টেকসই পোশাক খাত নিয়ে এইচএসবিসির ওয়েবিনার
পোশাক খাতের টেকসই উত্তরই নিয়ে গতকাল মঙ্গলবার এইচএসবিসি বাংলাদেশ ‘টেকসই পোশাক খাতের জন্য একটি সার্কুলার ইকোনমি’ শীর্ষক ওয়েবিনারের প্রথম পর্ব আয়োজন করেছে। 
উক্ত ওয়েবিনারে উপস্থিত ছিলেন কনটুর ব্র্যান্ডের এশিয়া প্রডাক্ট সাপ্লাই চেইনের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক জিহান পালিহেনা, হীরদারমনি গ্রুপের পরিচালক নিখিল হীরদারমনি, এনভয় টেক্সটাইলস লিমিটেড ও এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, এপিক গ্রুপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান রঞ্জন মাহতানি, সেরাইয়ের এন্টারপ্রাইজ সলিউশনের প্রধান লিন্ডসে হার্মিস, এইচএসবিসির এশিয়া প্যাসিফিক অঞ্চলের কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের রিজিওনাল হেড অব ইন্টারন্যাশনাল মার্কেটস লরা গ্যালভিন, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান, এইচএসবিসি গ্লোবাল রিসার্চের সিনিয়র ইএসজি বিশ্লেষক লুসি অ্যাক্টন, এইচএসবিসির হেড অব হোলসেল ব্যাংকিং কেভিন গ্রিন।

BBS cable ad