শিরোনাম

South east bank ad

বগুড়ায় এস. আলম গ্রুপের পক্ষ থেকে ২০টি হাই ফ্লো-ন্যাজাল ক্যানোলা সহ আনুসাঙ্গিক উপকরন উপহার

 প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৩:৫৮ অপরাহ্ন   |   ব্যাংক

বগুড়ায় এস. আলম গ্রুপের পক্ষ থেকে  ২০টি হাই ফ্লো-ন্যাজাল ক্যানোলা সহ আনুসাঙ্গিক উপকরন উপহার

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের  পিএস আলহাজ্ব আকিজ উদ্দীন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে
বগুড়া জেলায় করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য এস. আলম গ্রুপের পক্ষ থেকে আজ' বগুড়া জেলায় অবস্থিত মোহাম্মদ আলী হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি করে মোট ২০টি জীবনদায়ী অক্সিজেন প্রদানকারী হাই ফ্লো-ন্যাজাল ক্যানোলা সহ আনুসাঙ্গিক উপকরন জেলার সরকারী উর্ধতন কর্মকর্তা বরাবর হস্তান্তর করেন এস.আলম গ্রুপের কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক
জিয়াউল হক , জেলা আওয়ামীলীগের সা:সম্পাদক রাগিবুল আহসান, মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব ডা:এ টি এম নুরুজ্জামান সঞ্চয়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো:মহসিন , সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
BBS cable ad