শিরোনাম

South east bank ad

ওভারসিজ এডুকেশন সেবা : এইচএসবিসি ও ইউল্যাবের সমঝোতা স্মারক সই

 প্রকাশ: ২৪ জুন ২০২১, ০২:৪৩ অপরাহ্ন   |   ব্যাংক

ওভারসিজ এডুকেশন সেবা : এইচএসবিসি ও ইউল্যাবের সমঝোতা স্মারক সই
সম্প্রতি এইচএসবিসি ও ইউল্যাব এক সমঝোতা স্মারকে সই করেছে। এর আওতায় এইচএসবিসির ওভারসিজ এডুকেশন সেবার মাধ্যমে ইউল্যাব শিক্ষার্থী ও শিক্ষকরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।
বিদেশে শিক্ষাক্ষেত্রে নিরাপদ ও ঝামেলাবিহীন অ্যাকাউন্ট খোলার সেবাও নিতে পারবেন তারা। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তুজা, স্পেশাল অ্যাডভাইজার টু দ্য বোর্ড অব ট্রাস্টিজ অধ্যাপক ইমরান রহমান, এইচএসবিসির হেড অব কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট গীতাঙ্ক দেবদীপ দত্ত, ব্রাঞ্চ ম্যানেজার মোরশেদ মোহাম্মাদ আবুল প্রমুখ।
BBS cable ad