বাগেরহাটের শরণখোলায় শেখ হাসিনা সেনানিবাস কর্তৃক ত্রাণ বিতরণ
সাইক্লোন ইয়াস এর কারণে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলবর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ত্রান ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা সেনানিবাসের দায়িত্বপূর্ন এলাকার, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় দরিদ্র জনগোষ্ঠির মাঝে জিওসি, ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল কৃর্তক ত্রান সহায়তা বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উক্ত পরিকল্পনা মোতাবেক বুধবার (০৯-০৬-২০২১) শেখ হাসিনা সেনানিবাসের অধীনস্থ সদর দপ্তর ২৮ পদাতিক ব্রিগেড এর সার্বিক ব্যবস্থাপনায় বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও গরীব ৪৫০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।