জয়পুরহাটে ১১ পদাতিক ডিভিশনের জিওসির মতবিনিময় সভা
জয়পুরহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ আল মামুন।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে সার্কিট হাউসের কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. খালেদ আল মামুন উপস্থিত ছিলেন।
এছাড়া কর্নেল জিএস বগুড়া, জয়পুরহাট আর্মি ক্যাম্পের অধিনায়ক, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত), র্যাব ক্যাম্প কমান্ডার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা আনসার কমান্ড্যান্ট, এনএসআই এর যুগ্ম পরিচালক উপস্থিত ছিলেন।