সাবেক ২ পুলিশ সদস্যকে কারাগারে রাখার আদেশ

জুলাই অভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক দুই সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন সাবেক উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন।
প্রসিকিউশনের আবেদনে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার (২৭ আগস্ট) এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গত বছরের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে তিন আন্দোলনকারীকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা করা হয়। মামলাটির তদন্ত চলছে। পুলিশের সাবেক এই দুই সদস্যকে অন্য মামলায় গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছিল।
বুধবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান এই দুই আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানোর আবেদন করেন। শুনানির পর তা মঞ্জুর করে আদেশ দেন ট্রাইব্যুনাল।