শিরোনাম

South east bank ad

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে বাড়ি ঘিরে রেখেছে

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৫, ১২:০১ অপরাহ্ন   |   সেনাবাহিনী

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে বাড়ি ঘিরে রেখেছে
 

রাজশাহী নগরীর একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার একটি বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। শনিবার সকাল থেকে নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখেন সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলির একটি দল। 
কোচিং সেন্টারটি পরিচালনা করেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।
 
সেনাবাহিনীর সূত্র বলছেন, ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশী এয়ার গান, একটি রিভালবার, সঠিক কর্টিজ, ইয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬ টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০ টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলির কোন কর্মকর্তা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোন তথ্য জানেন না। তবে তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: