আসল সেনার হাতে ধরা পড়লো নকল সেনা!
আসল সেনাদের হাতে ধরা পড়লো নকল সেনা সদস্য। ফেনীর মহিপালের সার্কিট হাউজ রোড এলাকা থেকে সোমবার রাতে মো. নাজমুল হাসান নামে এক নকল সেনা সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। আটক নাজমুল হাসান চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার কাটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে।
সেনা বাহিনীর লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক জানান, সেনা পোশাকে এক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছে শহরের সার্কিট হাউজ রোড এলাকায়। এমন সংবাদে ওই এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সেনা পোশাক, কমবেট টাওজার, কমবেট ক্যাপ, সেনা পোশাক পরিহিত ৩টি পাসপোর্ট সাইজের ছবি, সেনা বাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল ফোন, সিম কার্ড পাওয়া যায়। আটককৃতকে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, শহরের মহিপালে সেনা পরিচয়ে ওই ব্যক্তি ঘোরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় সঙ্গে থাকা একটি ব্যাগসহ তাকে আটক করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।