South east bank ad

বাংলাদেশ বিমান বাহিনীর জঙ্গিবিমানের আকাশ হতে আকাশে গোলাবর্ষণ মহড়া

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০১:৫৯ অপরাহ্ন   |   বিমানবাহিনী

বাংলাদেশ বিমান বাহিনীর জঙ্গিবিমানের আকাশ হতে আকাশে গোলাবর্ষণ মহড়া
চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে (VGD-2 & VGD-43) বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার জঙ্গিবিমানের মাধ্যমে আকাশ হতে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণ মহড়া গত সোমবার ৪ অক্টোবর ২০২১ইং তারিখে শুরু হয়েছে। 

মহড়াটি আগামী ২৫ অক্টোবর ২০২১ইং তারিখ সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলমান আছে। 

২২ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন জঙ্গিবিমানের মাধ্যমে আকাশ হতে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করা হচ্ছে।

বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকসহ বিভিন্ন পদবীর সদস্যরা এ মহড়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: