South east bank ad

বিমানের চার্টার্ড ফ্লাইটে চীন থেকে আসলো ১০ লাখ ডোজ কোভিড টিকা

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২১, ১১:২৫ অপরাহ্ন   |   বিমানবাহিনী

বিমানের চার্টার্ড ফ্লাইটে চীন থেকে আসলো ১০ লাখ ডোজ কোভিড টিকা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার চীন থেকে কোভিড টিকা ও সিরিঞ্জ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৫ শুক্রবার,   চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোভিড টিকা ও সিরিঞ্জ নিয়ে বাংলাদেশ সময়  বিকাল ৬ টায় ঢাকায় এসে পৌঁছেছে। মোট ৫৭ টি বাক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা ও ৩১৩ টি কার্টনে ৪.১ টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। সাশ্রয়ী খরচে এসব টিকা ও সিরিঞ্জ দেশে পরিবহন করেছে বিমান। অবতরণের পর বিমানের পক্ষ থেকে সকল প্রকার গ্রাউন্ড হ্যান্ডলিং সুবিধা প্রদান করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অত্যন্ত সতর্কতার সাথে প্রয়োজনীয় তাপমাত্রায় বিশেষ ব্যবস্থার মাধ্যমে এসব টিকা দেশে পরিবহন করেছে। 

এছাড়াও আগামি ১৪ আগস্ট, ২০২১ সকাল ১০ টায় বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের আরেকটি চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৬ কোভিড টিকা পরিবহন করতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। চীন থেকে কোভিড টিকা ‍নিয়ে ফিরতি ফ্লাইটটি (বিজি-৫০৬৭) বাংলাদেশ সময় শনিবার রাত ১১ টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার শিডিউল রয়েছে।   

আন্তর্জাতিক এভিয়েশন নীতিমালা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুরক্ষানীতি যথাযথভাবে অনুসরণ করে করোনা মহামারীকালে সাশ্রয়ী খরচে টিকা, ভেন্টিলেটর ও অন্যান্য সুরক্ষাসামগ্রী পরিবহন করছে বিমান। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাশ্রয়ী খরচে সিনোফার্মের মোট ৭০ লাখ ডোজ কোভিড টিকা ৭ টি ফ্লাইটের মাধ্যমে চীন থেকে ও প্রবাসী বাংলাদেশীদের  উপহার হিসেবে পাঠানো ২৫০ টি ভেন্টিলেটর বিনামূল্যে দিল্লি থেকে দেশে পরিবহন করেছে।   

বিমানের অফিসিয়াল ওয়েবসাইট: www.biman-airlines.com
বিমান ফেসবুক পেজ: https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour
বিমান কল সেন্টার: ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ 
BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: