South east bank ad

শুক্রবার থেকে চলবে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ১০:১৩ অপরাহ্ন   |   বিমানবাহিনী

শুক্রবার থেকে চলবে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট
অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের উপর সরকার বিধি-নিষেধ শিথিল করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রীগণের সুবিধার্থে ০৬ আগস্ট, ২০২১ শুক্রবার থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সকল রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। 

০৬ আগস্ট, শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে চট্রগ্রামে ২ টি, সৈয়দপুরে ২ টি, সিলেট, কক্সবাজার, রাজশাহী, বরিশাল ও যশোরে ১ টি করে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়াও আগামি ০৭ আগস্ট, শনিবার থেকে চট্রগ্রামে ৩ টি, সৈয়দপুরে ৩ টি, সিলেটে ২ টি, কক্সবাজারে ২ টি, বরিশালে ২ টি, যশোরে ২ টি ও রাজশাহীতে ১ টি করে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।  

সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্সি অথবা বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপস থেকে বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড বা AMEX কার্ড এর মাধ্যমে বিমানের সকল রুটের টিকেট ক্রয় করতে পারবেন।  

ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com  
অথবা যোগাযোগ করুন বিমান কল সেন্টারে: ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ 
BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: