South east bank ad

সিলেট-লন্ডন ফ্লাইটের যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থা গ্রহন

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৯:২৩ অপরাহ্ন   |   বিমানবাহিনী

সিলেট-লন্ডন ফ্লাইটের যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থা গ্রহন
২৮ জুলাই বিমান বাংলাদেশ  এয়ারলাইন্স  এর  সিলেট-লন্ডন ফ্লাইট নং বিজি-২০১ এর যাত্রী জামিলা চৌধুরী সিলেট থেকে লন্ডন  যাত্রার সময়,  তার ভ্রমণ শ্রেণী মোতাবেক  প্রাপ্য ৪০ কেজির স্থলে তিনি ৮১ কেজি  অর্থাৎ, অতিরিক্ত ৪১ কেজি  লাগেজ ফি পরিশোধ ছাড়া বোর্ডিং কার্ড ইস্যু করার জন্য অনুরোধ করেন। কিন্তু এক্সেজ লাগেজের নির্ধারিত ফি পরিশোধ না করায় এবং এক্সেজ লাগেজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করায়, অতিরিক্ত লাগেজ সংক্রান্ত সৃষ্ট জটিলতার কারণে তিনি লন্ডন ফ্লাইট মিস করেন।

বিষয়টি সিলেট স্টেশন ম্যানেজারের নজরে আসলে তিনি জামিলা চৌধুরীকে তার অফিস কক্ষে বসিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করেন এবং যাত্রীর চাহিদা মোতাবেক পরবর্তী ফ্লাইটে টিকেট রিসিডিউল করে দেন। 

জামিলা চৌধুরী কর্তৃক বোর্ডিং কার্ড ইস্যুর ডেস্কের সামনে মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে এ বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। উক্ত ভিডিও ফুটেজের প্রেক্ষিতে সৃষ্ট বিভ্রান্তি নিরসন এর লক্ষ্যে এবং পেশাদারিত্ব বিবেচনায় বিমানের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ পরের দিন জামিলা চৌধুরীর বাসভবনে যেয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত  কর্মীদের মধ্যে একজনকে অপেশাদারিত্বমূলক আচরণের জন্য সাময়িক বরখাস্ত এবং অপর একজনকে সিলেট স্টেশন হতে প্রত্যাহার করেছে। প্রকৃত ঘটনা তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও জামিলা চৌধুরীকে তার ইচ্ছানুযায়ী বিমানের পরবর্তী ফ্লাইটে লন্ডন পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: