শিরোনাম

South east bank ad

হত্যা মামলায় আদালতে তৌহিদ আফ্রিদি, ৭ দিন রিমান্ডে চায় পুলিশ

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন   |   বিচার বিভাগ

হত্যা মামলায় আদালতে তৌহিদ আফ্রিদি, ৭ দিন রিমান্ডে চায় পুলিশ

যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তারের পর ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয়েছে। আজ সোমবার বেলা ২ টা ২৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

কিছুক্ষণ পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তার রিমান্ড শুনানি শেষে অনুষ্ঠিত হবে।

হত্যা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ড আবেদনের এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গতকাল রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশালের বাংলা বাজার এলাকার রোগ নির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকালে তৌহিদ আফ্রিদি বলেন, ‘আমি ভয় পেয়েছি শুধু আমার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা। বাসার পরিচয় দিয়ে তিনি বলেন, এটা আমাদেরই বাসা। আমার আপন দাদার বাসা। দাদার বাসায় আসছি আমি, কবর জিয়ারত করতে।
’ পুলিশভ্যানে তোলার আগে তিনি প্রশ্ন করেন, ‘আমরা ডিবিতে যাচ্ছি না?’ এসময় পাশ থেকে ইতিবাচক সাড়া আসে।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। আরো দাবি করা হয়, আফ্রিদি বাংলাদেশেই আছে। কোনো নাটক চলবে না, সোজাসাপ্টা গ্রেপ্তার করতে হবে।
শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর।

BBS cable ad