প্রধানমন্ত্রীর তহবিলের অর্থ পেলেন সোনারগাঁওয়ের হতদরিদ্ররা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর তহবিল থেকে আসা ভিজিএফ-এর ৪৫০ টাকা ও চেয়ারম্যান মাসুদুর রহমানের নিজস্ব তহবিল থেকে ৫০ টাকাসহ মোট ৫০০ টাকা করে ৫০ জন হতদরিদ্র পেয়েছেন এ নগদ অর্থ।