নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম

আজ, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম, ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য নৌবাহিনী সদর দপ্তরে আগমন করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, সহযোগিতা জোরদারের সম্ভাব্য ক্ষেত্রসমূহ পর্যালোচনা করেন এবং বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।