ইরাককে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বিডিএফএন লাইভ.কম
আজ বুধবার (২৩ মার্চ) বিকাল ৩ ঘটিকায় শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল ও জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ইরাকের মুখোমুখি হয়ে ৫৫-৩৬ পয়েন্টে হারিয়ে জয়লাভ করেছে।
ইরাকের বিপক্ষে দূর্দান্ত খেলে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের জাকির হোসেন। তার হাতে ১০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন এশিয়ান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম (বার)।
এর আগে দিনের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৪৯-২৯ পয়েন্টে হারিয়েছে কেনিয়া। আফ্রিকান দেশটি প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৪৯-২৯ পয়েন্টে হারিয়ে দ্বিতীয়বারের মতো জাতির পিতার নামের এ টুর্নামেন্টের ফাইনালে উঠে।
আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।