শিরোনাম

South east bank ad

সাকিবের মা-শাশুড়ি-সন্তান হাসপাতালে ভর্তি

 প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০২:৪১ অপরাহ্ন   |   খেলা

সাকিবের মা-শাশুড়ি-সন্তান হাসপাতালে ভর্তি
বিডিএফএন লাইভ.কম

জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের তিন সন্তান, মা ও শাশুড়ি হাসপাতালে ভর্তি রয়েছেন। সাকিবের সন্তানরা মোটামুটি ভালো থাকলেও মা ও শাশুড়ির অবস্থা কিছুটা সংকটপন্ন। 

গতকাল রোববার (২০ মার্চ) রাতে সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবের মা শিরিন আক্তার হার্টের রোগী। গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। 

আগের চেয়ে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো স্বাভাবিক হতে পারেননি।  

সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। আর বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠাণ্ডা জ্বরে ভুগছে। তিনজনই একই হাসপাতালে ভর্তি। হাসপাতালে দাদির সঙ্গে আছেন তারা। যদিও তাদের অবস্থা অতোটা খারাপ নয়।

সাকিবের শাশুড়ি ক্যান্সার আক্রান্ত। তার শারীরিক অবস্থা এখন বেশ খারাপ। তিনি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

এদিকে জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে সাকিব এখন দক্ষিণ আফ্রিকায়। মানসিক ও শারীরিক অবসাদের কথা বলে ঐ সফরে যেতে চাননি না তিনি। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয়েছে তাকে।

BBS cable ad

খেলা এর আরও খবর: