শিরোনাম

South east bank ad

পরিসংখ্যান দেখে ভুল সিদ্ধান্ত নিয়েছেন তামিম

 প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০১:৪৯ অপরাহ্ন   |   খেলা

পরিসংখ্যান দেখে ভুল সিদ্ধান্ত নিয়েছেন তামিম
বিডিএফএন লাইভ.কম

উইকেট চরিত্র নাকি পরিসংখ্যান? টস জিতে কোন সিদ্ধান্তকে প্রধান্য দেবেন? তামিম ইকবাল দ্বিতীয়টাকে বেছে নিয়েছেন। জোহানসবার্গের ওয়ান্ডারার্সের প্রচুর রান হয়। 

সেখানে আগে ব্যাট করা দলই বেশি জয়লাভ করে। বাংলাদেশ দলের অধিনায়ক আকৃষ্ট হয়েছেন এই সংখ্যাতত্ত্ব দেখে। উইকেট কেমন বিরূপ আচরণ করতে পারে, সেসব একেবারেই আমলে নেননি। তার ফল ভোগ করতে হয়েছে মাঠের লড়াইয়ে।

দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর তামিম বলেন, ‘টসের সময় আমি বলেছিলাম, এখানে খেলার খুব বেশি অভিজ্ঞতা আমাদের নেই। আমরা মাঠে নেমেছি পরিসংখ্যান থেকে ধারণা নিয়ে। পরিসংখ্যান বলছে, আগে ব্যাটিং করে এখানে অনেক জয় এসেছে।’

সঙ্গে যোগ করেন তামিম, ‘আমার মনে হয়, নিজেদের আরেকটু ভালোভাবে মেলে ধরা উচিত ছিল। উইকেটে বল ওঠানামা (অসমান বাউন্স) করেছে। তবে আমাদের আরেকটু ভালো ব্যাটিং করা দরকার ছিল। 

২৩০-২৪০ করতে পারলে এরপর দেখা যেত কী করা যায়। দ্বিতীয় ইনিংসেও বল ওঠানামা করেছে, বিশেষ করে নতুন বলে। এখন অনেক কিছুই বলা যায়। টস জেতার পর বোলিং নেওয়া উচিত ছিল।’

৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৩৮ রানে জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে টাইগাররা। 

তবে টস জিতে আগে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ওয়েইন পার্নেলদের আগুনে বোলিংয়ে সামনে দিশেহারা সফরকারী ব্যাটসম্যানরা। 

নিখুঁত লাইন-লেংথের সঙ্গে সুইং আর বাউন্সের সামনে নিজেদের সঁপে দেওয়া ছাড়া উপায় ছিল না তামিম, সাকিব, লিটনদের। আফিফের প্রচেষ্টায় ১৯৪ রানের সংগ্রহ পায় টাইগাররা।

মামুলি সে লক্ষ্য টপকাতে বেগ পেতে হয়নি প্রোটয়াদের। ম্যাচ শেষে নিজদের ভুল স্বীকার করে নিলেন তামিম, ‘এই ম্যাচে আমরা ভালো করতে পারিনি, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা অনেক ভুল করেছি এবং তারা খুব ভালো বোলিং করেছে। তাই তারা এখন জয়ীর বেশে।’
BBS cable ad

খেলা এর আরও খবর: