বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে টি-টুয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ

বিডিএফএন লাইভ.কম
গত বৃহস্পতিবার (১৭ মার্চ) সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা পুলিশ বনাম সিরাজগঞ্জ প্রেসক্লাবের মধ্যে টি-টুয়েন্টি ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ক্রিকেট ম্যাচে সিরাজগঞ্জ জেলা পুলিশের অধিনায়ক ছিলেন পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।
শুরুতেই সিরাজগঞ্জ প্রেসক্লাব টচে জয়লাভ করে সিরাজগঞ্জ জেলা পুলিশ একাদশকে ব্যাট করতে দেয়।
জেলা পুলিশ একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে।
জবাবে দ্বিতীয় ইনিংসে সিরাজগঞ্জ প্রেসক্লাব একাদশ ১৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪১ রানে সব উইকেট হারিয়ে ফেলে।
ফলে সিরাজগঞ্জ জেলা পুলিশ ৪৫ রানে সিরাজগঞ্জ প্রেসক্লাব একাদশকে পরাজিত করেন।
ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, “সুন্দর সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নাই। এছাড়া খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে ও মনকে চাঙ্গা করে।
কথায় আছে, যদি আপনি খেলাধুলা করেন, তবে আপনার মধ্যকার অনেক খারাপ গুণাবলি ধীরে ধীরে লোপ পাবে। খেলাধুলাই পারে একটা সুস্থ জীবন দিতে। তাই মাঠে নামতে হবে, খেলতে হবে।
এছাড়াও উক্ত ক্রিকেট প্রীতি ম্যাচে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।