মুন্সীগঞ্জ জেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মুন্সীগঞ্জ জেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন।
মাননীয় প্রধানমন্ত্রী এ সময় এ জেলায় ৩২ টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে ১০ শয্যার আই সি ইউ,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ০৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ / সম্প্রসারণ ও উন্নয়ন কাজ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এ সময় দেশব্যাপী ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা ব্যয়ে সর্বমোট ১৫৭ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলনে কক্ষে জনপ্রতিনিধি, জেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দসহ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আবুজাফর রিপন, বিপিএএ।