শিরোনাম

South east bank ad

অবৈধভাবে ক্ষমতায় আসিনি, আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী

 প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন   |   প্রধানমন্ত্রী

অবৈধভাবে ক্ষমতায় আসিনি, আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী
‘অবৈধভাবে ক্ষমতা দখল করার দুঃস্বপ্ন এখন আর কেউ দেখতে পারবে না, সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে’ বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা কখনো অবৈধভাবে ক্ষমতায় আসিনি। আওয়ামী লীগ সবসময় দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে।’

শুক্রবার সকালে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি। ফলে অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ হয়েছে। ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’



শেখ হাসিনা বলেন, ‘আমরা কখনো অবৈধভাবে ক্ষমতায় আসিনি। আওয়ামী লীগ সবসময় দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। অবৈধভাবে যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিল, তারা এদেশের স্বাধীনতার চেতনাকে ধুলিস্যাৎ করেছিল।’

‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে বলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়, সেটা প্রমাণিত। ২০০৮ এর নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল, আমরা সরকার গঠন করেছি। ২০১৪ সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়ে আবারও আমাদের ক্ষমতায় আনে। ২০১৮ নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিয়ে আমাদের পুনরায় জয়যুক্ত করে।’

একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সবাইকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি জামায়াত কর্তৃক একুশে আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতাদের জীবন দিতে হয়েছে। কত নেতা আজ সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে।’ ২০০১ সালে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাতে যারা হতাহত হয়েছে, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসে যারা শহীদ হয়েছে তাদের সবার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানীর প্রতিও শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

‘নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করায় সারাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখল করার দুঃস্বপ্ন এখন আর কেউ দেখাতে পারবে না।’

সন্ত্রাসী দল বিএনপি-জামায়াতসহ যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয়, তারা দেশকে ধ্বংস করতে চায় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে বিদ্যুৎ দেবে। আমরা সারাদেশে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। মানুষের ভাগ্য উন্নয়ন করতে পেরেছি।’

শেখ হাসিনা বলেন, ‘২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি গড়ে তোলা হবে। আমার দেশ এগিয়ে যাবে।’

কৃষি, বিজ্ঞান, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে বাংলাদেশ আজ এগিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নয়ন অগ্রগতি বিশ্বের কাছে বাংলাদেশ একটা রোল মডেল। বিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে আসীন হয়েছে। যেখানে দুর্ভিক্ষের দেশ হিসেবে আমাদের মানুষের করুণার চোখে দেখা হতো, আজকে বাংলাদেশি প্রবাসীদের বিদেশে সম্মানের চোখে দেখা হয়। এ সম্মান এনে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ দেশের জন্য দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: