শিরোনাম

South east bank ad

কাতার থেকে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী

 প্রকাশ: ২৫ মে ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন   |   প্রধানমন্ত্রী

কাতার থেকে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী
তিন দিনের সরকারি সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৫টা ৫৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি অবতরণ করে

প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মন্ত্রীপরিষদের সদস্যরা। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, গণভবনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।



কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে গত ২২ মে দোহায় পৌঁছান প্রধানমন্ত্রী।

এ সফরের কাতারের আমির ছাড়াও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে বৈঠক করেন প্রধান।

কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং একসঙ্গে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও সৌদি অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন এবং দোহায় কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আওসাজ একাডেমি পরিদর্শন করেন।
BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: