ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২২ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার ৩২২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বুধবার (৭ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানে মামলা ছাড়াও ২৮৯টি গাড়ি ডাম্পিং ও ১০১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।